কুয়াশাজড়ানো ভোরে আপনার সৌন্দর্যে অবগাহন
হয়ে—পৃথিবীর নীল রঙ ভুলেছি প্রেমের নৃত্যবিলাশে।
পরশ বাতাশে নীড়হারা পাখির মতো ডানা ঝাপ্টিয়ে
উড়েছি—আপনার চোখালাপের বসন্ত ময়দানে।
শ্রাবণের প্রত্যেক জলকণায় সিক্ত হয়েছি
আপনার ঠোঁটে প্রণয়ের মুখ এঁকে।
জীবন্ত নদীর স্রোতে আঠারো জীবনের প্রশ্ন ধুয়েছি
আপনার হৃদয়ফুলে নিজের মস্তক নিমজ্জন করিয়ে।
আপনার নয়নে প্রকৃতিকে ছুঁয়ে প্রজাতির প্রাণে নির্ঘুমে কাটিয়েছি—
আত্মবিলাসি কৃষ্ণচূড়ার বনে।
নবজাতকের চুম্বনের ন্যায় আপনাকে ভালোবেসে
আমি বনে বনে আর পাখির কোলাহলে
মিশেছি জীবনানন্দ দাশের “অঘ্রাণে”।