ও সিনিয়র আপু!
আপনার প্রেমে প্রতিনিয়ত দিচ্ছি হাবুডুবু।
ভার্সিটিতে প্রথম থেকে
রঙিন লাগা দিনগুলোতে
ভেসে চলেছি আপনার প্রেম সমুদ্দুরে।
ভার্সিটির কালচারালে কিংবা আপনার-
ভাইবা বা প্রেজেন্টেশনে পড়ে আসা শাড়ির ভাজে
আমি প্রেমে পড়ি বারে বারে প্রতিক্ষণে!
আপনার ডে কিংবা ফেসবুক পোস্টে,
প্রতিনিয়ত দিচ্ছি আমি লাভ রিয়েক্টগুলো ঢেলে!
তবে তবু অপ্রকাশিত এই লুকোচুরি চলুক তবে,
আপনার গ্যাজুয়েশনের গাউন পরার আগে।
ও আমার,
প্রিয় প্রেমপিয়াসী সিনিয়র!
সিনিয়র আপু সাথে প্রেম