নিস্তব্ধতা;
দীর্ঘশ্বাসেরও শব্দ নেই,
গাল বেয়ে পড়া দুর্বোধ্য দু’ফোটা অশ্রুর
নির্ঝরতার শব্দ নেই,
নিস্তব্ধতার কান্না!
হৃদয়ের গহীন হতে উৎসারিত চিৎকারের
কোনো শব্দ নেই,
নিস্তব্ধ গগনবিদারী চিৎকার!
ছেয়ে গেছে জীবন এক ঘোর নিস্তব্ধতায়,
নিস্তব্ধতায় থমকে গিয়ে আজ
জীবনের রং হয়ে উঠে অমলিন,
বিষাদে ভরে উঠে সব!
তবু নিস্তব্ধতার সুখ শব্দহীন দীর্ঘশ্বাসে।
আহ!নিস্তব্ধতার সুখ;
আস্বাধন করি,
নিবৃত্ত করি আমারি নিবৃত্তচারী মনকে!
দিনশেষে থমকে গিয়ে
তোমায় খুজি আমারি নিস্তব্ধতায়!
যে নিস্তব্ধতার ধ্বনি পৌছাবে না
তুমি নামক,তুমি সত্তার কাছে,
অসীমের পাড়ে।