কবিতা মানে
এম.এইচ. মজুমদার
কবিতা মানে!
কাব্যিক ছন্দপতনের সুরের খেলা
যে খেলায় পরাজিত হয় অন্যায় সুর
তীব্র হয়ে উঠে বজ্রকন্ঠের প্রতিবাদ।
কবিতা মানে!
নির্ঘুম রাত্রিরে নির্বাসিত জঙ্গলে
ইতিহাসের স্মৃতিকাহন মসীতে।
কবিতা মানে!
নজরুলের সেই প্রাচীর বেদী
যে বেদী ন্যায়-অন্যায়ের বেড়াজালের পৃথায়ক
যা হাজারো মিথ্যচারে টপকাবার নয়!
কবিতা মানে!
ন্যায়ের পথে নাবিক হয়ে
তীর ছেড়ে এক নতুন দ্বীপের খোঁজে,
উৎসাহীত এক প্রাণ।
কবিতা মানে!
দেশের নিপীড়িত জনতার তুখোর প্রতিনিধি,
য়ার প্রতিনিধিত্বে হয়ে উঠে জুলুমেন অবসান,
স্বস্তি মেলে হাজারো জনতার।
কবিতা মানে!
রাস্তার ধারে পড়ে থাকা খুঁড়ো বুড়োর জীবন,
মৃত্যু প্রত্যাশিত এক জীবন!
বাঁচার তাগিদে নয়,মৃত্যুের তাগিদে জীবন।
কবিতা মানে!
হাজারো সুখ দুঃখের কল্প মেলার খেলা।
যেখানে হয়ত কখনো কালো মেঘের থাবা,
কখনোবা মেঘের ফাকে সূর্যের খেলা।
কবিতা মানে!
কবিতা মানে নিশ্চুপ নিরবতায়
হাতে শিকল পড়া কয়েদীর মতো,
শুধু লিখে যাওয়ার অনুভূতি।
কবিতা মানে!
কবিতা মানেই জীবন,
আর জীবন মানেই কবিতা!