আজ আমি কলম-কালি নিয়ে
গৃঢ় হয়ে বসে পড়লাম
একটা গল্পের কাহিনীগুলোকে
‘কবিতা’ নামক সৃষ্টিকর্মে ঠাঁই দেয়ার প্রয়াসে,
এক দুর্ভেদ্য গল্পের মায়াজাল বুনার উদ্দ্যেশে
অব্যক্ত গল্পকথকের গল্প লিখনে,
‘জীবন’ নামক মায়াজালের জীবন্ত বর্ণনায়
অনন্তকাল ব্যাপিয়া লেখিবার তরে।
আজ আমি দৃঢ় প্রতিজ্ঞ;
টলিব না এক পা
শুরু করেছি আজ
এক নব সৃষ্টির উদ্যাম প্রয়াস।
হাল ছাড়িব আমি কেমনে?
কেমনে ছাড়িব কবিতার ভাবাবেগ?
আজ আমি ছন্দের যাদুবলে মোহিত
মোহিত কাব্যিক কাব্যময়তার ডাকে।
কিভাবে সাড়া দিব আমি তবে
এ পৃথিবীর কোলাহলতার দিকে?
আমি এক নীথর-ভাবুক!
চাই না কোলাহলতার ঝঞ্জাট।
চাই একাকিত্বের তীব্র আনন্দের ভোগ,
চাই শুধু আমি আমার মত হয়ে
এই স্বপ্নীল নীলাম্বর গগণের নিচে
বিকেলের শঙ্খচিল-শালিক হয়ে
খুঁঁজে-ফিরে,ঘুরে-বেড়াতে
মুক্ত ডানায় ভেসে
কবির কল্পনার কাব্যিকতায় মাঝে।