চলো দু’জনে হারিয়ে যাই বৃষ্টিমুখর কোনো সন্ধ্যায়,
হাতে হাত ধরে দূরে বহুদূরে
বৃষ্টির বিলাসী গান শুনে
গায়ে মেখে নিতে নিতে
বৃষ্টিস্নাত শীহরনের পরশে!
ফিরবো না আর দু’জনে
যেমন বৃষ্টিরা থেমে চলে যায়
দৃষ্টির অগোচরে সীমানার ওপারে।
আমরাও আসব না ফিরে
আমাদের চিরচেনা নীড়ে,
যেখানে আমাদের দুজনকে হতে দেয় না এক
করে বিচ্ছেদ এক ধর্মের দেয়াল!
যে দেয়ালের দুপাশ থেকে আমরা দুজন
ভালোবাসি এক হওয়ার তাগিদে।
সে তাগিদে দীর্ঘশ্বাস ছাড়ি
আমি,তুমি-দুজনে!…
আমাদের দীর্ঘশ্বাস কি শুনে
আমাদের বিচ্ছিনতাবোধের বোবা চিৎকার?
হয়ত শুনে কিংবা শুনে না,
শুনলেও থেমে যায় বাস্তবের যাতাকলে পিষে,
পিষুক!যত যাতাকলে
তবে তাতে কি হয়েছে?
ভালোভাসা কি ছেড়ে চলে যাবে?
না!কোথায় যাবে?
হয়ত পারতপক্ষে যাবে দূরে অগোচরে
কিন্তু রবে আপন হৃদমাজারে!
দূরে যাক,কাছে থাক
করি না হাহাকার,
করি শুধু ভালোবাসার আহ্বান,
করি বৃষ্টির পরশে ছুটে চলে যাওয়ার গান!
2020-06-12