শান্ত রাতে—দেউলিয়াপনা জাগে
অশান্ত হৃদয়ে,ফ্রেমেবাঁধা ছবি জড়িয়ে
ঘুম হয় নিবিড় হৃদয়ে।
পৃথিবীর বিপরীতে হেঁটে আজ
নিয়তির পরাজয়ে
ক্লান্ত আমি—তুমি।
চলো যাই চিরঘুমে
সাম্প্রদায়িক পৃথিবী রবে পড়ে
মুক্তির নিশানা হয়ে।
আবার জাগব আমি—তুমি
কোনো এক অসাম্প্রদায়িক জগতে।
নতুন সূর্য উঠবে প্রভাতে
জেগে উঠা দু’জোড়া চোখে আলো ছড়ায়ে।