আমার প্রাক্তন প্রিয়তমা ছিলো
কবিতার ওষ্ঠগত শিপ্লী,
আবৃতি করত সে কবিতা
সুললিত কন্ঠে!
আর আমি কবিতার একচ্ছত্র সাধক,
ছন্দজ্ঞানহীন কবি।
আমার পদ্য সৃজন,তার আবৃতি;
আহ!কি সুখ।
কিন্তু আজ এবেলায়
আমার প্রিয়তমা নেই কাছে,
করছে না আবৃতি আমার কবিতা,
তার প্রেমভরা কন্ঠে!
আর আমার কবিতা পড়ে রয়েছে
পরম অযত্ন,অবহেলায়!
প্রিয়তমা,ফিরে এসো!
আবৃতি করো মোর কবিতা,
আর ভালোবাসো আমায়।
ফিরে এসো,প্রিয়তমা
ফিরে এসো!