4.5/5 - (2 votes)

বোতল বন্দি ভূতের মাঝে
নানান রঙের জাল,
হিসেব কষে চালব ঘোড়া,
আসছে মরার কাল।
বেড়ার ফাঁকে জঙ্গলি শূকর
বেশ ধরেছে, বেড়াল যেন
ডাকছে শালিক, কোকিলকে কাক,
দেখছে কে আর, ধরছে বা কে?
একক জাতি, হাসছে সবাই,
জাত গেল রাই,জাত গেল রাই।

সহজ হিসাব দিনেই ভালো
তরুর মরণ সন্ধ্যা হলেই,
আধার জাতির কালো আধার
কে মিলাবে, হিসেবের সুর?

সন্ধ্যে হলেই ডাকে কাহুক
ভজন সকাল বেলা,
রত্রিটুকু পার করিব
ভাসিয়ে দিয়ে ভেলা।
কোন নরকের ফাসবে ফালি
কোন বাহু, কোন ছাইয়ের কালি,
বন্ধ চোখে, গন্ধ মিলে
হাজার তারার ছন্দ গিলে,
হাত তালি দেয়, রাতে
কি আসে কার জাতে।
সময় সকাল হলে
পাজামার রশি টেনে,
শুদ্ধ হবো, নব সংগীতে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments