1.5/5 - (2 votes)

এইখানে, একই পাশ ফিরে শুয়ে
একজনের কত গভীরে হারায় কেউ,
কেউবা ছুয়ে আসে গগনের তাঁরা।

এই নিশী, এই কালঘুম জীবনের
কেড়ে নিতে চায়, কত শতাব্দীর
পুরানো ঋণ, কাঁপা মস্তক, আর
একখানি কাপড়, যাতে জড়িয়ে ধরো
বিষ বাষ্প।

এই নীলে,
ফিরে ফিরে আস, ক্লান্তিকর সন্ধ্যায়,
হয়তো বিবর্ণ দুপুরেও।
শান্তি নেই নীলে, লাল করে দাও,
জমাট চক্রে বন্ধি লাল,ভাসিয়ে দাও।
বেড়িয়ে যাক সমস্ত দুঃখ-পুকুরের জল,
শান্তির ঘুমে ঢলে পরুক আত্মারা,
যারা জীবন্ত কিংবদন্তি হয়ে,দুঃখে বাঁচে।
কাঁচা ঘুম,বারবার ভাঙা যাদের অভ্যাস,
ঘুমিয়ে যাক, সেসকল আত্মারা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments