আপনারা যারা বন্ধুদের ভুলে গিয়েছেন,
চলুন,আবার হাইস্কুলে ভর্তি হওয়া যাক।
আর যারা সেই নামগুলো মনে রেখেছেন-
সন্ধ্যাবেলা আমার জন্য অপেক্ষা করবেন !
টং দোকানের বেঞ্চের দখল নিতে হবে,
সেই সাথে চায়ের কাপে খোঁজা যাবে অতীত।
এবং আপনারা যারা কখনো প্রেমে পড়েছেন,
কাল সকালে আমার সাথে নাস্তা করবেন।
আর যারা এখনো কাউকে ভালবাসেন-
বিকেলে আমার সাথে হাঁটতে বেরুবেন ।
গ্রেভ ইয়ার্ডের পথটা আপনাদের চিনিয়ে দেব,
এক ফাঁকে এপিটাফের লাইনগুলোও ঠিক করা যাবে।