যেখানে সবাই চায় নিজে হবে রাজা
সেদেশে রাজার প্রতি কৃতজ্ঞতা নেই,
যেখানে সবাই চায় নিজে হবে স্রষ্টা
অন্যের সৃষ্টির প্রতি কোনো প্রেম নেই।
সবার মনে আহ্লাদ আমি হব সেরা
চাওয়া উচিত সবে একবার মনে,
হতেও পারে তারও মেধার বিকাশ
আসতেও পারে শান্তি হাতের অঙ্গনে।
নিজের মেধার যার ঘটেনা বিকাশ
তাই বলে পরঠেলে হতে চান বড়ো,
তার তরে প্রজা সাজা অনেকটা ভালো
সেখানে রাজা হলেই খুঁটি নড়বড়ো।
কেবা রাজা প্রজা সেটা প্রকৃতির দান
সবাই রাজা হবেন ভুলো যান গান,
রাজাতো স্রষ্টার দেয়া প্রকৃতি নিয়ম
অযথাই পণ্ডশ্রম করে লাভ নেই।।