হৃদয়ে পুস্পের মতো টিলেটালা স্বপ্ন
সকল আহ্লাদ গুলো গুমরে মুছেই যায়
ওপারে মতো অদৃশ্য হয়ে চলো গেছে
আমার মনের হাসি অসহ্য বেদনা মুখে।
কতটা নীচে নেমেছি সেখানে ভেঙেছি
জলের স্রোতের সাথে যত সংঘর্ষে সংঘর্ষে
আমার এত ব্যর্থতা আমাকে করেছে
অবহেলা অপদার্থ আমড়া কাঠের ঢেঁকি।