ভোরের শিশির ঝরছে কোথায়
কার পায়েতে নিয়ে গেলো?
কোন মাঠেরই কোন বাগিচায়
কে পথেতে পা বাড়ালো।
কোন দেশেরই রাজ কন্যা আর
মাঠের শিশির নিলো লুটে,
কোন দেশেতে রূপ বৈচিত্র
গান গায় পাখি কন্ঠঃ ঠোঁটে।
হয়তো কোনো ভোরের পাখি
সবার আগে উঠল জাগি,
পাখির পায়ে শিশির কণা
জড়িয়ে পায়ে গেছে ভাগি।
কোথায় থাকে আসছে শিশির
কোথায় আবার হারিয়ে গেলো,
সন্ধ্যা হলে ঘরের দুয়ার
ঝরছে শিশির এলোমেলো।
আমার দেশের দুর্বাঘাসে
শিশিরের জল বিছিয়ে ঝরে,
এমন সুন্দর কোথায় মিলে
কোন দেশেতে কিসের পরে।