রাতটা তাঁরই জন্য, অপেক্ষিত শিশির ঝরোবে তাই!
শিশির ভেজার ঘাস, চুপচাপে একদল জলসার!
সকালে তোমার পায় উষ্ণতার ধুয়ে যাবে ছোঁয়া তার।
কোন এক প্রেমিকের শুভদৃষ্টি শিহরিত আকর্ষণে
তোমারে নিয়েছে সেই ভোরস্থর অনাগত জলস্তর
শিশিরের নাকি পায়ে প্রশংসার মিছিলেই করে দাবি
শিশির স্লান করিয়ে দিয়ে পায় রুপসির সংবর্ধনা।
হয়তো দেখা হবে কি একাকির নাকি কোন পথ্য এসে
নিয়ে যাবে শিশিরের একফোঁটা জল বিন্দু পায় করে।
নাকি ঘুঘু লাল পায় নিবে ছোঁয়া বহুদূর ধানক্ষেতে
নাকি সবটুকু জল রুপসীর পায়ে ঢেলে দিল ঘাস।