তোমারে দিয়েছি বন্ধু কি আন্তরিকতা!
আমাকে দিয়েছ ঝেটে মিথ্যা অহংকার,
বুঝি আমি বুঝি স্বয়ং এই নিরবতা
তোমাকে ডাকতে আজ নেই অধিকার।
তোমার থেকেছি লোহা, মরিচার ন্যায়
ক্ষয়ে ক্ষয়ে গেছে পিঠ ছাড়িনি তোমায়,
আজো অবহেলা পেয়ে লোহার পৃষ্ঠায়
ঠিক জড়িয়ে ধরেছি ছাড়িনি চাওয়ায়।
কখনো গোলাপ চোখে তোমার চয়েন
তারই সাথে মিশেয়ে তোমাকে সাজাই,
আমার এ মনসুরে বেহুলা গায়েন
তোমাকে মিশিয়ে মুখে তবলা বাজাই।
হিংসুকের বেড়াজালে হয়ে বেমালুম
তোমার জন্য হয়েছি অনধীন জল,
আমিতো কায়িক নয় প্রেমের কাঙাল
প্রেমের বাতাসে থাকো উড়িয়ে আঁচল।
আমাকে ভুলে গিয়েছ নেই আমি দুখে
এই অবহেলা মোড়ে ছাড়াই উচিত,
হয় পুষ্পিতা কানন দরজায় মুখে
আমি গাইব কন্ঠের একাই সংগীত।
মোঃ মুসা, চরফ্যাসন সরকারি কলেজ
– ব্যবস্থাপনা বিভাগ।
ঠিকানা, শশীভূষণ চরফ্যাসন ভোলা।।