অনাহত মনে চেয়েছি তোমারে
হৃদয় জমিনে দিয়েছি যায়গা,
চিত্তের মিছে আঁচল সরিয়ে
তোমারে আমার হৃদয়ে পায়গা।
তোমার জন্যে করি শুভ তিথি
এটা হলো মোর হৃদয়ে আরতি
তোমার জন্য ফিরি সবকটি
জালিয়েছি একা প্রেমেরই বাতি।
তোমার জন্যে প্রত্যুদগমন
সব মিথ্যাকে ছাড়িয়ে বাড়িয়ে
সিদ্ধ হাতের নিশানা উড়াই
সাব্যসাচি তে গেলাম জড়িয়ে।
তোমার জন্য যে রোরূদ্যমান
তবু নেই দেখা সে আলো রেখাতে
কতটা দূরের কতটা ভাসছো
তুমি শুধু আছো তো মনের খাতে।