সবুজের হাঁসি মিশে আছে মুখে তোমার
মনের কালিতে সাদা কাগজের লেখাটি
ধীরে ধীরে আমি সেখানে লিখেছি তোমায়
চোখের পাথারে ভাসে মুখ যার পুরোটা।
চাঁদের উঠুনে দেখনি চাঁদের নজর
তারচেয়ে বেশি এতো ভালো লাগে কেনো,
তোমার মুখের সেই সুন্দর-অপরুপ
সহস্র যুগ তাকিয়ে রয়েছি যেন।