3.5/5 - (2 votes)

পড়ার নামে তেলেসমাতি
প্রেম করল গিয়ে,
অবশেষে জীবন দিলো
প্রেমের মিলন দিয়ে। 

অতিরিক্ত বই চাপিয়ে
পড়ান সে ও লেভেলে,

সেই সুযোগে ছিঁড়ে খাইল
শেষে জীবন গেলে।

কোন পণ্ডিতে দিলো নীতি
করবে গ্রুপ স্টাডি,
নিবে সুযোগ কু চক্ষের ঐ
শয়তানেরই হাড্ডি।

ছেলে মেয়ে আবেগ বসত
করে ভীষণ ভুল,
হারিয়ে সচ্ছ তাইতো মেধার
দেশ প্রতিভার কূল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments