তোমাকে লিখছি আজ হলুদ কালিতে
দুয়ারে গাঁদা ফোঁটার ফুলের রসেই,
এরপর লিখে নেব লাল রং কালিতে
বসন্তে মাতাল রঙে ফুটে আছে সেই।
কৃষ্ণচূড়া লাল রঙে মাতোয়ারা গাছ
সেখানে কলম নেব নিব কিছু রস,
তোমাকে লেখব আমি কৃষ্ণচূড়া রঙে
বসন্ত আবির রঙে লেখব সরস।
বর্ষার একটু জলে কদম কেয়াতে
পুকুরে ডুবা শাপলা গন্ধের বাতাসে
তোমাকে লেখব আমি পদ্মর কালিতে
এরপর লিখবোই বসন্ত উল্লাস।