বাতাসে কিসের গন্ধ আজকের জানো,
ভাষা শহীদের যেন লাল রক্তাক্তের।
এই রক্ত কই জমা জানো সন্ধ্যার আকাশে
লালরঙে পশ্চিমের রঙ ধারনের।
এই দিন কৃষ্ণচূড়া বিশেষ স্মরণে
ফুল লাল হয়ে ফোঁটে শিমুলের ফুল,
হলুদ গাঁদা গোলাপ প্রচুর ফোঁটায়
শহীদ মিনার করে শ্রদ্ধায় ব্যাকুল।
পাখিরা ফাগুন এলে কান পেতে থাকে
এই ভাষা শহীদদের বিসর্জন টায়,
বায়ান্নে তারও ভয় পেয়ছিল বুকে
পাখির ভাষাও যদি কেড়ে নিতে চায়।