এই শহরের তোমার নামের, উড়োচিঠি খাম,
বুকের ভিতর আকাশ পুষি, দাওনি তুমি দাম।
বুকের ভিতর জন্ম দেওয়া, তোমার নামের শহর,
মিথ্যে মায়া কথা পুষি, ব্যথিত বুক শহরের বহর।
এই শহরের স্বপ্ন গুলো মেঘের দলে ভাসে, প্রেমের নামে অভিনব অভিনয় রোজ পুষে।
এই শহরের বায়ু দূষণে, শ্বাসরুদ্রকর পরিবেশ,
ঘামছে বুক আঁকড়ে ধরায়, মৃত্যুর মতো রেষ।
এই শহরে মেঘ জমেছে, ভিজবে বুঝি বুক,
ভিজছে কাক আমার মতো,পুষছে বুঝি অসুখ।
এই শহরে দেয়াল গুলো মিথ্যে কথা শুনে,
এই শহরে ভেজা কাক, মিথ্যে স্বপ্ন বুনে।
এই শহরে জমা খাতায়,লিখে দিলাম বিজ্ঞাপন,
হারিয়ে যাচ্ছি খুঁজো না,হবো আর না প্রয়োজন।
এই শহরের ফেরার পথ খুঁজবে একদিন তুমি
রাস্তা গুলো লুকিয়ে যাবে, নিখোঁজ হবো আমি।
গলির মোড়ে দাঁড়িয়ে থাকা বালকের সেই চোখ,
সেদিন তোমার ভিতর উঁকি দিবে শুন্যতার শোক।