চোখ তো কাঁদে পড়ে,আগে কাঁদে মন,
অপূর্ণ ভালবাসা যার রুপ রস এমন।
এসব ভালবাসা মিছে নয়,
এসব ভালবাসা মিছে না কয়!
এসব ভালবাসায় নয়ন তো সাময়িক, হিয়া কথা কয়,
যে সব ভালবাসায় অশ্রুপাত হয়, অপেক্ষায়।
ভালবাসায় করিও না হেলা,
প্রতিদানে দিয়ে অবহেলা,
ফুরিয়ে যাবে যেদিন অসুখ!
তুমিও পাবে অশ্রুসিক্ত বুক।
প্রিয় অভিশাপ ভেবে করিও না ভূল,
চোখের নদ আছে, জল গড়ে একূল ওকূল।