বাংলা কবিতা, তুমি আসবে বলে কবিতা, কবি মোঃ মেহেদী হাসান - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

তুমি আসবে বলে-
আমার আকাশ মেঘ মুক্ত রংধনু খেলে –
বালুচর জমিন ফসলি পূর্ণতা, ময়ূর পেখম মেলে।

তুমি আসবে বলে –
মেতেছে মন রঙচঙ মেখে নদীজল কলরব-
নিশিবোঁ রাত্রি দূর আকাশে জ্যোৎস্নার উৎসব।
তুমি আসবে বলে –
বিলে ঝিলে হেলে দুলে হাসছে শাপলা ফুল-
তেমনি নিশীতে ডাহুক ডাকে মন হয় ব্যাকুল।

তুমি আসবে বলে –
পুষ্প কুঞ্জে ফুটেছে কত বাহারি রংবেরঙ ফুল-
কুল হারানো নাবিক অবশেষ খুঁজে পেল কুল।

তুমি আসবে বলে-
রুপসী বাংলা সেজেছে আপন মনে-
সূর্য মা নতুন ভোরে হাসে পূর্ব কোণে।

তুমি আসবে বলে –
পাগলাটা বসে অপেক্ষায় গায় গান বটবৃক্ষ তলে-
পাগলীটা তার ছেড়েছে শেষ এ ছায়ায় জল এঁকে ছলে।

তুমি আসবে বলে –
কৃষ্ণচূড়া রক্তিমতায় সেজেছে সারা শহর –
কাঠগোলাপের সাদার মায়ায় পড়েছে মন নগর।

তুমি আসবে বলে –
মনের ঘরে স্বপ্নিল স্বপ্ন নবরূপ দিলো উঁকি-
শতরূপ তুলি সাদা ক্যানভাসে রঙিন ভুবন আঁকি।

তুমি আসবে বলে
অভিশাপ দুঃখের সাগরে পড়েছে ভাটা-
জোয়ারে এসেছে সুখ ভেনা দুঃস্থে কাটা।

তুমি আসবে বলে –
কলম আচর পেলো স্বাধীনতার স্বাদ-
যাহা ছিল জড়তাগ্রস্ত মুক্তিতে ঘুচেছে অপবাদ।

 

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments