প্রিয়তমা,
তোমার পাতলা চিবুক আর
গোলাপের ঠোঁট ছুঁয়ে
কথা দিলাম—
প্রেমিক হবো না।
স্রেফ তোমার জন্যে
একটি
অনবদ্য কবিতা হবো,প্রিয়তমা।
২৮.০২.২০২২
প্রিয়তমা,
তোমার পাতলা চিবুক আর
গোলাপের ঠোঁট ছুঁয়ে
কথা দিলাম—
প্রেমিক হবো না।
স্রেফ তোমার জন্যে
একটি
অনবদ্য কবিতা হবো,প্রিয়তমা।
২৮.০২.২০২২