একটি কবিতার কয়েকটি বিতাড়িত শব্দ
হাতের মধ্যে নিয়ে
দৌড়ে দৌড়ে গ্রহ-নক্ষত্র পেরিয়ে এলাম;
সারাদেশ ঘুরে ঘুরে কবির নিকট
অথবা কবিতার নিকট
পাগলের মতো ছুটে গেলাম।
মুঠোভর্তি করে বিতাড়িত শব্দগুচ্ছ
কতোবার, আমি যে কতোবার
পর্বতমালা পাড়ি দিয়ে
পৃথিবীর শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছিলাম
সেই কথা, সেই দিনের কথা
মুখস্থ রাখিনি।
আজো এই শব্দগুচ্ছ সমৃদ্ধ হয়ে ওঠেনি,
রূপসী হয়ে ওঠেনি, কবিতা হয়ে ওঠেনি,
যখন এই শব্দগুচ্ছ রূপসী হয়ে ওঠবে
তখন ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে
ডাইরিতে প্রবেশ করবে
কোটি কোটি পঙক্তি,
বৃষ্টির মতো ঝরে পড়বে শ্রেষ্ঠ কবিতা।
2021-04-27