যারা ছেড়ে গেছে পথে-
রেখে গেছে ছাপ বিষাদের মত কিছু লোনা।
যারা দিয়ে গেছে আঁধার-
রাতেদের মত গভীর কিছু না-বলা বেদনা!
তারা কি দেখেনি কান্নার পর চোখের লাল?
তারা কি দেখেনি কতটা শুকনো শীতের ঠোঁট?
তারা কি ভাবেনি কে ধরবে এই ছেড়ে দেয়া হাত?
কি অনায়াসে তারা ফেলে গেলো একা!
আদৌ চিনি কিনা স্টেশনের পথ,
শেষ ট্রেনটা ছেড়ে গেলো কিনা আমাকে রেখে!
জানলো না কেউ… জানলো না কেউ…
তারা ছেড়ে গেছে পথ-
দিয়ে গেছে এক পরাজিত মন, বিষাদের ঢেউ।
রাতের ঔষধ- ঘুমের শিডিউল- কাজের চাপ
বাড়ি ফেরা পথ- পথে পাওয়া হোঁচট- জানলো না কেউ!
তবুও সন্ধ্যার গোধূলি গায়ে তারাও তো মাখে
অশ্রু বিলিয়ে অন্যের চোখে-চোখ তারাও তো আঁকে!
তারাও তো পায় জোছনার ছায়া, বর্ষার রেশ
তাদেরও তো বসন্ত আসে হয়ে মাঘের শেষ!
হে পৃথিবী,
তুমি কেন পারলে না স্বার্থপর হতে?