5/5 - (1 vote)

তুমি আমার দিকে এক পলক তাকাইলে
আমি ডুইবা যাই প্রবল ইউফোরিয়ায়—
তুমি জানো না কতটা নেশা তোমার কাজলটানা চোখে
আফিমখোরের মত নেশাগ্রস্ত হইয়া থাকি সর্বক্ষণ!
কাকটারেও কোকিল লাগে চোখে—
রাস্তার কুত্তাটারেও কোলে তুইলা আদর করতে ইচ্ছা করে।
ট্রাফিক জ্যামে আটকাইয়া থাকলেও রাগ হয় না
কন্ডাক্টর স্টুডেন্ট ভাড়া নিতে না চাইলে পুরাটাই দিয়া দিই—
ঘাড় ঘুরাইয়া ধমক দিয়া উঠি না-
কানে ইয়ারফোন গুইজা প্রিয় গানগুলা শুনতে গিয়া দেখি
গানে বাজতেসে তোমার গলা- চোখে ভাসতেসে তোমার চোখ!
আমি লিংক রোডের তীব্র জ্যামে বইসা—
ডুইবা যাই প্রবল ইউফোরিয়ায়!
বাস থেইকা নামার পর সিগারেট কিনতে পকেট হাতড়ায়া দেখি
কোন ফাঁকে জানি পকেট মাইরা দিসে আমার।
আমি হাইসা উঠি—
অন্য সময় হইলে পকেটমাররে মনে মনে দুইটা গালিগালাজ করতাম
এখন আমি হাসি—
সে আমার কাছে যা চাইতো আমি আজকে তাই দিয়া দিতাম!
কি আর এমন ছিলো মানিব্যাগে?
কয়টা টাকা- কয়টা খুচরো পয়সা- একটা ডেবিট কার্ড-
কিছু অপ্রয়োজনীয় কার্ড আর কাগজপত্র!
কিন্তু আমার বুকের মাঝখানে যে তুমি কাজলটানা চোখ নিয়া বইসা আছো—
সেই তোমারে কি কেউ নিতে পারবে আমার কাছ থেইকা?
এই ভাইবা আমি আবার ডুইবা যাই প্রবল ইউফোরিয়ায়!
লবন দিতে ভুইলা যাওয়া ডিম ভাজিটারেও মোগলাই পরোটা লাগে
চিনি ছাড়া চা খাইলেও মনে হয় অমৃত—
রাইতে সিলিংটা আমারে জিগায়, আমি এত খুশি ক্যান?
আমি হাইসা উইঠা পাশ ফিইরা শুই— সব উত্তর দিতে হয় না।
সিলিং এর লগে আমি দুঃখের কথা কই— একাকীত্বের কথা কই
সুখের কথা কমু তোমার লগে— তারে কমু ক্যান?
আমি ঘুমের ঘোরে তোমার কাজলটানা চোখ দুইটা ভাবতে ভাবতে—
ডুইবা যাই প্রবল ইউফোরিয়ায়!

guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Tabassum Toya
1 year ago

আবীর সাহেব আপনার কবিতাটা অসাধারণ হয়েছে। সুন্দর,সাবলীল হৃদয় ছুঁয়ে গেছে…