আমারও কিছু দুঃখ ছিলো হাতের মুঠোয়
বুকের ভেতর, পাঁজরের হাড়ে!
কিছু ছিলো চোখের কোণে লোনা হয়ে
কিছু ছিলো হাসির মত ঠোঁটের ডগায়!
জীবন যখন ঠাট্টা করতে চায়
দুঃখটাকেও সুখের মত দেখায় চোখে।
তোমার চোখে কান্নাটুকু মিথ্যে হলো
ঠোঁটের ডগায় হাসিটুকু নিছক মেকি- ধরেই নিলে!
ওসব নাহয় দেখার ভুলেও মানুষ দেখে
কিছু কথা লেখার ভুলেও মানুষ লেখে;
কিছু কান্না ঢাকতে গিয়ে মানুষ শেখে-
এই পৃথিবী মুখ মুখোশের কান্না দেখে!
সে কি আর ধরতে জানে?
যে কান্না চোখের কোণে গড়ায় না
যে দুঃখ কণ্ঠনালি জড়ায় না-
সেগুলোও তো দুঃখ নাকি?
সেগুলোও তো আঁকড়ে ধরে মধ্যরাতে
কান্নাগুলো শুকিয়ে গেলে রোজ প্রভাতে-
ঠোঁটের ডগায় দিব্যি হাসি আবার সেই
কেউ কি জানে এই হাসিটার অর্থ নেই?
মুখ মুখোশের খেলার মাঝে হারাই রোজ
কেউ তো জানুক বুকের ব্যাথা
কেউ দেখুক নিত্য কত আঁকছি বিষাদ-
কেউ তো ভাবুক হঠাৎ কেন এমন নিখোঁজ!
দেখার ভুলে মানুষগুলোও ভুল হয়ে যায়
থাকলে পাশে পথের কাঁটাও ফুল হয়ে যায়।
2023-12-30