শূন্যের দিকে চেয়ে অসীম জলে এক নৌকো পাল তুলে,
“নবদিক ধুধু তাহার নীচে অথৈ জল”।
হুম, ঠিক সেরকমই।
সব যেনো ঘুমন্ত বিরান মাঠ,
পায়ের খানটায় অবাক স্রোত।নীলচে,
কোন নীল নয়না প্রেমীর কাজল হীন আখিঁ পল্লব।
এক…, দুই…., এবং তারও উপরে সাত পৃথিবী সুখ ভরকরে মাত্র এক মনে।
এক হৃদয় অভিভূত হয় নোনা ছোঁয়ায়।
দু চোখে ভর করে অপার বিস্ময়!
সপ্তজনম থেকে গেলে খুব একটা মন্দ হয় না বৈকি!
শেষ প্রহরের তিনটে ঘন্টা না হয় বিলিয়ে দিলেম উড়তে থাকা চিলে দের।