4.5/5 - (2 votes)

বিশ্বাস করি ঘাতিনী গঙ্গা,
পাড়ের নরম মাটি।
যেথায় আমি খুব প্রায়শই
তার ভাবনায় হাঁটি।

বিশ্বাস করি ছোঁয়াচে বালাই,
ধ্বংস, উজার বান-
অবলীলায় লই টেনে লই
সস্তা করে প্রান।

ধুতুরা আমার আপন ভীষণ,
প্রেমের মালায় গাঁথি,
গোলাপ রাখি যোজন দূরে
কাঁটা করে সাথী।

বিশ্বাস আঁকি ঝড়ের গায়ে,
প্রলয় নৃত্য নাচি;
খুব করে চাই এমন করেই
শেষটা অব্দি বাঁচি।

ধুলো রাস্তার পথিক আমি –
বিশ্বাস কিনে ফিরি,
শোন হরি-
লাল বেনারসি ছাড়া আমি সবেতে বিশ্বাস করি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments