আসছেনা ছাই আর কবিতা,
নষ্ট হলো ফের ছবি।
বাঁকা ঠোঁটের মায়া হাসি মিলিয়ে গেলো হায়।
কলম গুলো একলা ভারী,
খাতার সংগে বাধায় আড়ি
মাঝখানেতে মহাবিরোধ বড্ড অবেলায়।
পাতা গুলো শূন্য দেয়াল,
আবেগ শূন্য, শূন্য খেয়াল।
বস্তাপচা ইচ্ছেরা সব মরছে যে রাত-দিন।
প্রেমিক কবি খুব উদাসীন,
তুই বিরহে কাটছে যে দিন,
ডাইরিটা বেশ অযত্নে আজ, নিকষ সঙ্গিহীন।