চলো চলো, এখন চলো-
চলার মাঝেই একটু বোলো-
ভালো নাকি মন্দবাসো?
আধার পোড়ায় মুখ লুকিয়ে
কেনো কাঁদো, কেনো হাসো!
কেনো থাকো মুখ বাকিয়ে?
চোখ রাঙিয়ে সাঝের পার;
সুদর্শনে ভীর করেছে,
কানে নাকি সেও বলেছে-
হাসতে শুধু বারংবার!
হাসির মাঝে কান্না করো,
বিষন্নতা জাপ্টে ধরো,
মায়া থেকে দূরে সরো;
একলা একলা খুব একা।
জোনাক পোকা আড়াল থেকে,
জ্বেলে আলো তোমায় দেখে,
বকুল গুলো পাশে রেখে;
তোমার ভীষণ চুপ থাকা।
কেনো বলো বৈরীতা এই,
আলোর আকাশ মেঘকালো।
দুঃখ যত দাও দিয়ে দাও-
তোমার থাকুক সব ভালো!