সংসদ আজ উত্তাল খুব,
রমনা বড্ড ফাঁকা।
মাঝরাস্তায় ঝুলছে ব্যারিকেড,
বন্দী শিবির আঁকা।
দেয়াল সেজেছে পোস্টার আর
স্লোগানের রং মেখে,
শাহবাগ আজ আলোয় মোড়া।
রক্ত জাগানিয়া চোখে।
পাড়ার মোড়ে চায়ের দোকানে-
প্রতিবাদ, প্রতিবাদ রব উঠে
নব্য শিশু, বৃদ্ধ প্রবীন
মিছিল বাজায় ঠোঁটে।
ফসলের মাঠ ঢুকরে উঠে-
পুড়ে ছাড়খার জল,
তুমি আমি সবার চোখেই
ধ্বংস দেখার ছল।
তোমার নামেই যুদ্ধ ডাকে,
গ্রেনেড বানায় পন্য!
কেনো? তুমি চুপটি কেনো?
নীরব থাকার জন্য!!