প্রায়ই স্বপ্নে একটা মেয়ে আসে। শ্যামলা মতন দেখতে। হাতে থাকে একমুঠো কাচের চুড়ি। রঙটা কেমন যেনো, ধূসর। ধূসর আমার ভাল্লাগে না। তবে হাতটা খুব আপন মনে হয়, মনে হয় আঙ্গুলের ফাকা জায়গাটুকু শুধু আমারই।
মেয়েটার চুলগুলোর সাথে বড্ড বিরোধ। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে থাকে চেহারায়। আড়াল সাধে কাজল রাঙা চোখ দুটোয়। কিছুক্ষন পরে হঠাৎ করেই কোথায় যেনো হারিয়ে যায়। শ্যামা মুখটা আমার আর দেখা হয়ে উঠে না।
আচ্ছা ছাড়, বাদ দে এসব। সেদিন দেখলাম চুড়ি পরেছিস, ধুূসর রঙের। জানিস নে, ধূসর আমার ভাল্লাগে না।।