Review This Poem

গোধূলির লালচে আভায় তুমি বড়ো
অচেনা প্রিয়-
অচেনা এই ঘাটের সমস্ত খালাসিরা।
সমস্ত পাখিরা, শুকনো পাতা।

বিষাদেরা গল্প জমায় আমার সাথে
নিমন্ত্রণ দেয় ক্লান্তির ঘরে।
চলে যাই তোমায় ছেড়ে,
অপরূপ মায়াটুকু নিঙরে ফেলে।
ভাবি, চলে যাবো- চলে যাবো একে বারে,
শুনবোনা আর তালহীন ওই তানপুরা তান।
কাশ’দের সাথে আড়ি।
সত্যিই চলে যাবো দেখো
এই পৃথিবীই তোমার নিশ্চুপ বাড়ি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments