5/5 - (1 vote)

টিপটিপ, টিপটিপ বৃষ্টি পড়ছে,
ভিজবে..? চলোনা ভিজি!!
আহা!! এতো দেখি শিলাবৃষ্টি!!
চলো তবে, শিল খুঁজি..!
দেখো,বৃষ্টি থেমে গেছে!!
বাতাস বইছে সড়সড়,
গাছের ডাল ভাঙছে মড়মড়;
পাতাগুলো গাছের সঙ্গে মিশে গেছে, শব্দ করছে ঝড়ঝড়।।
আহ! সে কি সুর!! কিন্তু এ কি…???
ঝনঝন করে আমাদের দেয়ালে টাঙানো ছবিটা পড়ে গেলো কেনো…???
ঢংঢং!!! মনে শংকার আভাস বাজছে যেনো..!!!
ঠিকই তো! ছবিতো পড়েই যাবে।
স্মৃতি তো আর পড়বেনা।
স্মৃতি থেকে যায় মনের কোণে।
মনের কোণে, অতি সন্তর্পণে।
আমার ঘর জুড়ে ছিলো সে ই।
সে আজ নেই।।
বলা যায়, সে আমায় ছেড়ে অনেক দূরেই। ভালোই!!!
টপটপ, গাল বেয়ে নেমে পড়লো জল,
খাঁ খাঁ করে, তাকে ছাড়া, এই অন্দরমহল।।
কে জানে, কেনো হলো বিচ্ছেদ;
ওহহো!! সে তো পেয়েই গেছিলো নতুন প্রচ্ছেদ।
এরপর, আমাদের সম্পর্কে; সে টানলো রেখা, আমিও হয়ে গেলাম একা,
পুরো বাড়ি ফাঁকা।।
হু হু করে একটা হাহাকার,
ফিরে আসে বারবার।।
সব শীতল-স্তব্ধ, সিক্ত, বদ্ধ;
মন থেকে কবে অবসান হবে,
এই বিচ্ছেদ নামের শব্দ…?????
প্রশ্ন ফিরে আসে, উত্তর আসেনা;
ওপাশ থেকে আর কোনো, শব্দ আসেনা,,,
শব্দ আসেনা……!!!!!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments