ব্যাস্ত জীবনের চারিদিকে যখন,ছিলো হতাশার ছাপ।
বিধাতার দেয়া উপহার ছিলো,আপনার আবির্ভাব।
প্রথমদিন সবাই যখন,ক্লাস করতে করতে বিরক্ত
আপনি তখন একমাত্র ছিলেন , আমাদের পরিচয় নিতে ব্যাস্ত।
কফির মগে ঠোঁট ছোঁয়ায়ে,পার করে দেন রাত
ক্লাসে যখন ক্লান্ত সবাই,আপনার ফূর্তি বাজিমাত।
আপনি আমার পছন্দের একজন আপনি আমার শিক্ষক,
এগিয়ে যাবার অনুপ্রেরণা আপনি,আপনি জ্ঞানের বাহক।
আমার মতো অনেক ছাত্রছাত্রী, নতুন ব্যাচে আসবে
এমন করে কি কেউ আপনায়,এতো ভালোবাসবে?
রাত জেগে কতো কষ্ট করি,কতো এসাইনমেন্ট- প্রেজেন্টেশান,
এর মাঝে এক শান্তির বার্তা,আপনার স্যাম্পল কোয়েশ্চান।
মার্ক চাইলে মার্ক দিয়ে দেন,মেনে নেন শত আবদার,
আমায় একটা কারণ দেখান, আপনাকে না ভালোবাসার!
অন্যদিকে তাকাই যখন , সব কড়া কড়া টিচার,
এর মাঝে চশমা পড়ে ব্যাগ কাঁধে নেয়া
মুচকি হাসা ভদ্রলোকটাই রিফাত স্যার।
দুষ্টুমিগুলো বাচ্চা মনে করে মাফ করে দিবেন
তার বদলে এক সমুদ্র ভালোবাসা নিবেন।
জীবনখাতায় অজস্র দুঃখ,অচিন কিছু সুখ রাখুক
আপনার সাথে দেখা হবার স্মৃতি , আজীবন সাথে থাকুক,
আজীবন সাথে থাকুক।