বাংলা কবিতা, প্রেমিক নও কবিতা, কবি মাঈদা মুসকান - কবিতা অঞ্চল
4/5 - (2 votes)

কখনো কি দেখেছো,
                          কাজল রাঙা চোখের,
                          মায়া ভরা মুখের, সেই –
                          অমায়িক চাহনিখানি..!?
তাহলে তুমি প্রেমিক নও..!

কখনো কি দেখেছো,
                জোর গলায় বলতে,
              একা পথে চলতে, গিয়ে –
             সমাজের সাথে তার লড়াইখানি..!?
তাহলে তুমি প্রেমিক নও..!

কখনো কি পেয়েছো,
              এক পূর্ণিমা রাতে,
             তাহার নরম হাতের,
              – স্পর্শ একটুখানি..!?
তাহলে তুমি প্রেমিক নও..!

প্রেমিক যদি হতেই চাও,
            জেনে তবে নাও,
           কতটুকু কষ্ট সে সয়,
            কতটুকু কষ্টে সে রয়..!
তবেই তুমি তাহার একজন,
  আদর্শ প্রেমিক হও..!!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments