তুমি আমার কাছে,
আগুনের লেলিহান শিখার মতো,
দেখতে সুন্দর, কিন্তু ছুঁতে ভয়ংকর।
তুমি আমার কাছে,
রং ছাড়া পানির মতো,
যাকে নিয়ে খেলা যায় যতো।
তুমি আমার কাছে,
সাদা ক্যানভাসে আঁকা ছবির মতো,
রঙিন তবে, চলমানহীন।
তুমি আমার কাছে,
প্রিয় থেকেও প্রিয়তর,
যদি না করো আঘাত গুরুতর।
তুমি আমার কাছে,
আমার ভালোবাসা, আমার ই জন্য
সব থেকে আলাদা, অতি নগন্য।
তুমি একাই আমার,
তুমি অন্যতম,
ভালোবাসার চাদরে জড়ানো-
এক চিলতে প্রিয়তম।