মাঝেমাঝে সন্ধা সাঝেঁ
নিজেকে ফুল কিনে দেই
নিজেকে খাবার বানিয়ে দেই
নীল শাড়ি, টিপ মাথায় পড়ে সারা বাড়ি ঘুরে বেড়াই
আকাশ দেখে থমকে গিয়ে অনেক দূরে হারাই
আর কতো এই অন্যের রঙে নিজেকে লুকানোর লড়াই..?
এখন নিজেকে একটু গড়ি,
এখন নিজের জন্য করি।
আর কয়দিন ই বা আছি..?
যে কয়টা দিন বাকি আছে,
নিজের জন্য বাঁচি…?
2023-02-23