আমার পছন্দ না এই ফেসবুক-মেসেঞ্জার
আমার পছন্দ না ইনস্টাতে মেসেজ হাজার,
আমার পছন্দ না ওয়াটস্যাপের সেই ব্লু টিক,
আমার পছন্দ,কেউ আমায় চিঠি দিক,
রোজ দিক, সবসময় দিক,
সারাজীবন দিক।
চিঠিতে আমার খবর নিক,
আমায় কিছু শব্দে ভালোবাসা দিক,
আমার ঠিকানা বারবার জেনে নিক,
তবুও শুধু কেউ একজন,আমায় চিঠি দিক।
হতে পারে কুশলাদি কিংবা ভালোবাসা,
অথবা রাগ-অভিমান,বা আমায় নিয়ে কোনো আশা,
চিঠিটার হতে পারে ছোট থেকে ছোট বিষয়,
মনের কথা সব চিঠিতে লিখলে,হবে নাকি ক্ষয়..?
টাইপিং এ কি শোভা পায় যা পায় হাতের লেখায়..?
রঙিন কাগজে, দেখতে কি ভালো লাগেনা “প্রিয়” শব্দটি আসায়..?
অবশ্যই লাগে।
এর জন্য তো প্রকাশে সবাই লিখে প্রিয়।
ভালোবাসা, হিংসা-বিদ্বেষ যা ই ঘটুক, তা প্রকাশ করাই শ্রেয়।
কিছু ভালোবাসা হোক না চিঠিতে..!
এর ই মাঝে কেউ একজন আমায়,রোজ চিঠি দিক,রোজ চিঠি দিক…!
2021-04-13