আমি বাইরে গেলাম শান্তির সন্ধানে,
নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম,
খুঁইজা বেড়াই ক্রমাগত
জায়নামাজের ভাঁজে,
কোরআনের পাতায়,
এবং আকাশের দিকে তাকায় আল্লাহরে কইলাম।
সবাই কয় একদিন হবে,
আল্লাহ কইলো একদিন আসবে,
কই..? আমার একদিন তো আর আসেনা….!?
2021-11-15