হঠাৎ একদিন মোর জন্ম হলে,
বাবা ধিক্কার জানালো মেয়ে বলে,
হে ঈশ্বর..!! কেনো তাকে দিলেনা ছেলে..??
ধীরে ধীরে বড়ো হলো,
এই বুঝি তার,মায়া লাগলো বলে,
তুলে নিলো তাহার কোলে,
নতুন কিছু শর্ত বলে।।
এবার আরো বড়ো হলে,
নানান শর্তের লিস্টি দিলে,
সঙ্গে আরো বলে দিলে,
না মানলে যেতে হবে চলে,
অগত্যা..! মানতে হলে..!!
এ সমাজ ও বেশ ভালো,
ছেলেকে বলে ভবিষ্যৎ উজ্জ্বল তোমার,
মেয়েকে বলে অন্ধকার; কালো..!
এ সমাজে মুখ লুকালে,
সমাজ আমায় ভালো বলে,
মুখ লুকিয়ে না চললে,
তাদের যেনো রক্ত জ্বলে..!
অপরিচিত কেউ হলে,
আমার লুকোতে হয়, আড়ালে;
কে জানে, কিছু করে ফেললে..??
পার পেয়ে যাবে সে, ছেলে বলে;
আর দোষীসাব্যস্ত হবো আমি, মেয়ে বলে..!!
আমি রাত্রি করে বাড়ি ফিরলে,
সমাজ কিসব বাজে বলে,
এসব শুনে, এসব শুনেই; মেয়েদের জীবন, দিব্যি চলে।।
বয়স কুড়ি পার হলে,
সমাজ যেনো পাগল হলে,
বিয়ে দিবে, বিয়ে দিবে বলে;
ঘরবাড়ি মোর, মাথায় তোলে।।
বিয়ে করে, সংসার করলে,
সে সমাজই খুঁত ধরে,
হয় তাদের খুব জানার ইচ্ছে,
কি হচ্ছে, আমার ঘরে।।
এসব মানিয়ে নিতে হয় বলে,
আমাদেরকে মেয়ে বলে..?
জন্মলগ্ন হতে লড়াই করে, টিকে থাকলে; মেয়ে বলে..?
কিসের এতো ভেদাভেদ হলে,
ছেলে-মেয়েতে বৈষম্য বলে..??
একটা দুনিয়া গড়বো নিজ হাতে,
যেখানে পারবো মনমতো চলতে,
তবে, পারবো কি সেই দুনিয়া বানাতে..??
এমন দুনিয়া জন্ম হলে,
যাবো আমি দূরে চলে,
মে দুনিয়ায় বড়ো চোখে দেখা হবে,
এই আমাকে; মেয়ে বলে..!!!
2021-03-15