আমি তোমারই রইবো,
যতদিন না এই মেঠোপথ শেষ হয়।
আমি তোমারই রইবো,
যতদিন না অনন্তকালের রেশ যায়।
আমি তোমারই রইবো,
যতদিন না আমাদের ভালোবাসা বেশ হয়।
তুমি চলে গেলেও, আমি তোমারই রইবো,
যতক্ষন না আমার শেষ নিঃশ্বাস হয়।
যতক্ষন বাতাসে এই ভালোবাসা বয়,
আমি তোমারই রইবো…..
আজীবন-সবসময়..!!