আমি চেষ্টা করছি,
আমি চেষ্টা করছি এ জগতে টিকে থাকার,
চেষ্টা করছি আর করেই যাচ্ছি।
মাঝেমাঝে ব্যার্থ, মাঝেমাঝে সফল হচ্ছি,
কিন্তু আমি চেষ্টা করছি।।
আমি চেষ্টা করছি,
আমি চেষ্টা করছি তোমাকে পাবার,
সমস্ত তুমিটাকে একটুখানি ছোঁবার, ভালোবাসবার,
কাছে আসবার, পাশে থাকবার।।
কিন্তু, সমাজের যে দ্বিধা আছে; আমাদের এক হবার!!!
তবুও আমি চেষ্টা করছি,
চেষ্টা করছি আর করেই যাচ্ছি।
আমি চেষ্টা করছি তোমাকে ভুলে যাবার,স
এ জীবনে না পেলে তোমায়, পরজীবনে পাবার,
মিনতি-আকুঁতি, তোমায় শক্ত করে জড়িয়ে ধরবার
এ কালে তো সম্ভব নয়, পরকালেই নাহয়,,,
ইচ্ছে তোমায় ভীষণ করে,,,ভালোবাসার..!!
হ্যাঁ আমি চেষ্টা করছি,
চেষ্টা করছি আর করেই যাচ্ছি।
আমি চেষ্টা করছি নিজেকে শেষ করার,
যেই আমিতে তুমি নেই, সে জীবন নাই যে দরকার।
তাই চেষ্টা করছি নিজেকে ভুলে যাবার।
চেষ্টা করছি আর করেই যাচ্ছি।
তোমার জন্য যেমন আমার ভালোবাসা কমেনা,
তেমনি তোমাকে পাবার জন্যে আমার করা চেষ্টাগুলোও কমেনা।
কখনো কমেনা, কখনো কমবেও না..!!!
2021-07-10