আমি এক গরীব প্রেমিকা রে, সুবোধ
আমার হাতে কিছুই নাই।
আমার শুধু চাওন লাগে ।
আমার শুধু ভিক্ষা করন লাগে।
আল্লাহর ধারে তোর জন্য ভিক্ষা করন লাগে।
বাবা মায়ের ধারে বিয়ের তারিখ পেছানোর ভিক্ষা করন লাগে।
স্যার ম্যাডাম গো ধারে নম্বর বাড়ানোর ভিক্ষা করন লাগে।
বন্ধুগো ধারে বন্ধুত্ব ভিক্ষা করন লাগে।
আর সবশেষে সারাদিন,
তোর ধারে আজীবন থাকার ভিক্ষা করন লাগে।
আমি এক গরীব প্রেমিকা রে, সুবোধ
আমার কিছুই নাই।
তোরে যেদিন পাইয়া যামু, দুনিয়া হাতে পাই।
আমার শুধু তুই ছাড়া, আর যে কেউ নাই..!
আল্লাহর ধারে দোয়া করি, তোরে যেনো পাই।
আমি এক গরীব প্রেমিকা রে, সুবোধ
আমার কিছুই নাই।
আমার কিছুই নাই।
2023-01-05