Review This Poem

আমায় জিজ্ঞেস করা হলো,
কাকে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি..??
আমি বললাম, কাকে আবার ; সবাইকে!!
সে কি, সবাইকে ভালোবাসো ?? প্রশ্ন করলো তারা
সুধালাম আমি, তাই উচিত নয় কি..??
আমি ভালোবাসি তোমাকে, আমাকে, আর সবাইকে..!!
– সবাইকে..??
– হ্যা! সব্বাইকে…!!
– এটা কিরকম..??
– কিরকম আবার, ভালোবাসা যেরকম সেরকম।
– যেমন? প্রশ্নবিদ্ধ আমার দিকে সবার নজর,
প্রত্যুত্তরে আমিও তাদের দিলাম আমার প্রিয় একখান উত্তর।
বললাম আমি উচ্চস্বরে, সবার তরে ;
আমার এই বুকের বামপাশ ১৮ কোটি মানুষের,, আছে এতে আপনার, আপনার এবং আপনারো নাম ;
সবাইকে ভালোবাসি আমি, সবার প্রতি ভালোবাসা আমার…..
অবিরাম, অবিরাম এবং অবিরাম…!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments