আপনে আয়নায় দেইখ্যা নিজের চুলগুলারে ঠিক করেন,
ঐ মায়াবী চোখ জোড়াতে টানটান কইরা সুরমা পড়েন,
সুন্দর কইরা কালো পাঞ্জাবি পইড়া
বাঁকা চোখে কার দিকে জানি তাকাইয়া মুচকি হাসেন,
আমি দ্যাখতে পাইনা।
আমি করি শুধু অপেক্ষা।
আমি অপেক্ষা করি শুধুই আপনার।
অথবা কে জানে হয়তো একটা কবিতার।
যেইখানে আমার সম্বোধন হইবো আপনার বউ।
আমার ঐ সম্বোধন টা দরকার।
আমার আপনার ঐ মুচকি হাসিটা দরকার।
আমার আপনার ঐ কালো পাঞ্জাবিটা দরকার।
আমার পুরা আপনারে দরকার।
দরকার।
খুব দরকার।
2021-12-21