থাক!! বলেই একটা দ্বীর্ঘশ্বাস ছাড়লাম,
ছাড়বোই তো,
সে তো আর আমার না,
গেলে যাক!!!
আজ অনেক দিন হলো কথা হয়না,
হবেই বা কিভাবে!?
তাহার যে আমাকে সয়না!!!
সুযোগ দিলে তো, প্রতিবার ই কাছে আসতাম,
আসবোই বা না কেনো??
আমি যে তাহাকে ভালোবাসতাম!!!
আমাদের বিচ্ছেদ হয়নি, হয়তো দূরত্ব বেড়েছিলো,,
কিন্তু সে যে জোর গলায় বলতো,
তুমি তো মধুর, তাই তখন তোমাকে প্রয়োজন ছিলো!!!
আজ আর কথা হয়না, জানিনা সে আছে কেমন….
তবে শুভকামনা রইলো এইযে,
তুমি আর কারো সাথে করিয়োনা এমন!